শাহীন খন্দকার গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ শালমারা ইউনিয়নে হাবিবের বাইগুনি গ্রামে গত রবিবার দুপুর ১টায় কবরস্থানের জমিকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মহিলা সহ ৩ জন আহত হয়েছে। জানাগেছে, কবর স্থানের জমি আহত আতোয়ার রহমান ফুল মিয়া(৬০) পিতাঃমৃত মোজাম্মেল হক তাদের এই জমিতে ক্লাব ঘর তুলতে আসে একই গ্রামের শাহ আলমের পুএ রাজ্জাক মিয়া (৩৫) এসময় তাদের কাজে বাধা দিতে গেলে রাজ্জাক গংসহেল,শাজাহান,ফরহাদ, আব্দুল হান্নান কামাল,নান্টু গংরা সন্ত্রাসী হামলা করে। এতে আহত হয় ফুল মিয়ার স্ত্রী জান্নাতুল বেগম(৫৫),মাহফুজা বেগম(৪৫) স্বামী সহিদুল আহতদের গোবিন্দগঞ্জ মেডিকেলে চিকিৎসা ধীন রয়েছে। এঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।