নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর কাটাখালীতে বাস-মাইক্রোবাস-হিউম্যান হলারের সংঘর্ষে অন্তত ১৭জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, দুপুরে রংপুরের পীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস কাটাখালী থানার সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ছবি : আহনাফ তাহমিদ শাদ
এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি হিউম্যান হলারকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মাইক্রোবাসটির ভেতরে চার পরিবারের ১৩ সদস্যের সবাই মারা গেছেন। এছাড়া বাসের আরও চারজন মারা গেছেন।
এদের মধ্যে রামেক হাসপাতালে নেয়ার পর ছয়জনকে মৃত ঘোষণা করা হয়। আর ঘটনাস্থলে মাইক্রোবাসের ভেতর থেকে ১১ জনের লাশ বের করা হয়।
ছবি : আহনাফ তাহমিদ শাদ
আগুনে মাইক্রোবাস ও হিউম্যান হলারটিও পুড়ে গেছে। রামেক হাসপাতালে গুরুতর আহত অবস্থায় দুইজন চিকিৎসা নিচ্ছেন।
তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুসও দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে।