মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আপনার অপ্রয়োজন হতে পারে অন্য কারো প্রয়োজন, এই ঠাকুরগাঁওয়ে প্রশংসিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছাত্রনেতার তৈরিকৃত মানবতার দেয়াল।
শুক্রবার (২৬ মার্চ) সকাল থেকে সর্বসাধারণের জন্যে উন্মুক্ত করা হয় শহরের কালিবাড়িতে গড়ে তোলা এই মানবতার দেয়ালটি।
মানবতার দেয়ালের উদ্যােগতা ছাত্রনেতা কায়েস বলেন, আমরা দীর্ঘ সময় থেকে এই মানবতার দেয়াল তৈরিতে কাজ করেছি। শহরের সকল মানুষকে মানবতার দেয়াল ব্যবহার করতে উৎসাহ দিচ্ছি। যাদের অপ্রয়োজনীয় কাপড় রয়েছে তারা সেগুলো এখানে দিয়ে যাচ্ছে। কেউ যোদি আসতে না চায় তাহলে আমাদেরকে জানাচ্ছে, আমরা গিয়ে নিয়ে আসছি। যাদের কাপড় প্রয়োজন তারা এখান থেকে সহজেই নিয়ে যেতে পারবে।
প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ এই উদ্যোগের প্রশংসা করে জানান, ছোট ছোট এই সকল উদ্যােগ রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ তৈরিতে ভূমিকা রাখতে পারে। কায়েসের মত সকলেই নিজ নিজ অবস্থান থেকে কিছু ভালো কাজ করার চেষ্টা করতে পারি। সাধুবাদ জানাই তার এই উদ্যােগের।