এ এস বাপ্পী,কুমিল্লা :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়নের বাটপাড়া এলাকার ইদুমিয়ার ছেলে নাদিম হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩ জন।
নিহতের পরিবার জানায়, কুমিল্লা জেলার সদর দক্ষিন উপজেলার বাটপাড়া এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় প্রায় সময়ই আইনশৃঙ্খলা বাহিনী টহল দিয়ে থাকে।এরই ধারাবাহিকতায় গত বুধবার দুপুরবেলা আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল বাটপাড়া এলাকায় টহল দিতে আসে।তা দেখে বাটপাড়া এলাকার আব্দুল মান্নান,বিল্লাল,এরশাদ,রুবেল,নুরুল হক,আলামিন সহ আরো অনেকে নাদিমকে দোষারোপ করে।এক পর্যায় উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হলে
ইদু মিয়ার ছেলে নাদিমকে দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়ার সন্ত্রাসবাহিনী বাটপাড়া এলাকার আব্দুল মান্নান,বিল্লাল,এরশাদ,রুবেল,নুরুল হক,আলামিন সহ আরো অনেকে এলোপাতাড়ি ভাবে লাঠি দিয়ে পিটে এবং রক্তাক্ত করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত নাদিমের পরিবার সদর দক্ষিন মডেল থানায় অভিযোগ দায়ের করে। তারপরে আজ সকাল ৯ ঘটিকায় নাদিম হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে আসলে দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়ার নেতৃত্বে আব্দুল মান্নান,বিল্লাল,এরশাদ,রুবেল,নুরুল হক,আলামিন সহ আরো অনেকে বাড়িঘর ভাংচুর করে দেশীয় অস্ত্র দিয়ে নাদিমের গলা,বুক, হাত ও পায়ে এলোপাথাড়ি কোপাতে থাকে,তা দেখে নাদিমের ভাই, বউ ও মা এগিয়ে আসলে তাদেরকেও গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়।সেখান থেকে নাদিমও তার পরিবারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী বলেন,নাদিম হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।এ ঘটনায় বাটপাড়া এলাকার আব্দুল মান্নানকে আটক করা হয়েছে এবং অন্যান্যা আসামীদের ধরার চেষ্টা চলছে।