যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে, কটাক্ষ করে, তারা জামাই আদরে আছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যুব মৈত্রী। শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন সংগঠনটির নেতারা। যুব মৈত্রীর নেতারা বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর। এই ডিসেম্বর মাসেই হেফাজত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চতুর রাজনৈতিক বক্তব্য হাজির করার মধ্যে দিয়ে পবিত্র ধর্ম ইসলাম নিয়ে রাজনীতি শুরু করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে এই সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন কথা বলছে। নূর হোসেন কাসেমী প্রাণীর সঙ্গে বঙ্গবন্ধুর তুলনা করেছে, কটাক্ষ করেছে। আমাদের দেশের আইন আছে যে, বঙ্গবন্ধুকে কটাক্ষ করা হলে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে গ্রেপ্তার করা হবে। কিন্তু আমরা দেখছি, তারা জামাই আদরেই আছে।’ তারা আরও বলেন, ‘বর্তমান সরকার এই হেফাজতের বিভিন্ন আবদার রক্ষা করায় তারা আজ খেয়েদেয়ে মোটা হয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করছে। তারা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায়। ওরা পাকিস্তানের প্রেমিক। পাকিস্তানি চিন্তাধারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। সরকার যদি আসকারা না দিতো, তাহলে হয়তো এই অপশক্তি কোনো সুযোগ পেত না আজকে।’ প্রতিবাদ সমাবেশে অংশ নেন যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন, সহ-সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মুতাছিন বিল্লাহ সানি, সহ-সাধারণ সম্পাদক তাপস দাস প্রমুখ।