প্রধান প্রতিবেদক
রাজশাহীর উপকন্ঠ কাটাখালী থানার টাংগন মধ্যপাড়া এলাকা থেকে এক নারী মাদক ব্যবসায়ীর কাছে থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০ টায় কাটাখালী থানার চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মোসা. জুলেখা বেগম (৩৩)। তিনি কাটাখালী থানার টাংগন মধ্যপাড়া গ্রামের মো. গাফফারের স্ত্রী।
সোমবার (২৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাটাখলী থানার চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ০১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।