মোঃ পাভেল ইসলাম প্রধান প্রতিবেদক
৫২’র ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রগতিশীল আন্দোলনের পুরোধা শ্রদ্ধেয় আবুল হোসেনের মৃত্যুতে রাজশাহী মহানগর জাসদের গভীর শোক। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী মহানগরের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সভাপতি,নাগরিক কমিটির আহ্বায়ক, রাজশাহীর প্রগতিশীল আন্দোলনের প্রাণ পুরুষ ভাষা সৈনিক আবুল হোসেন স্যার এর মৃত্যুতে জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারন সম্পাদক আমিরুল কবির বাবু গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় বলেন শ্রদ্ধেয় আবুল হোসেন স্যার রাজশাহীতে ৫২’র ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তীতে মুক্তিযুদ্ধ ও মৃত্যুর আগ পর্যন্ত রাজশাহীর সকল প্রগতিশীল আন্দোলনের সংগঠক ও নেতা ছিলেন। তিনি ছিলেন রাজশাহীর সকল প্রগতিশীল নেতা-কর্মি ও সংগঠনের ভরসা ও আশ্রয়স্থল। সুতরাং তাঁর মৃত্যু রাজশাহীর জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি। জাসদ নেতৃদ্বয় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।