ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় রোগ প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল আইন-২০১৮, সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় দন্ডবিধি-১৮৬০ ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর দায়ে সড়ক পরিবহন আইন- ২০১৮ মোট ১৫ জনকে মোট ১২হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের স্টেশন রোড, মঙ্গলবাড়ীয়া ও কলেজ রোড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ প্রদান করেন।
এ সময় পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করেন ও মাস্ক পরিধান ব্যতীত বাইরে বের না হওয়ার আহবান জানান।
তিনি আরো জানান জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।