ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুরের পৌর শহরের তেরীবাজারে এক দুংসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
গতকালআ শুক্রবার (২ এপ্রিল) মধ্যরাতে নিরবময় কেনো এক সময়ে দুর্গাপুর পৌর শহরের তেরীবাজার এলাকায় অবস্থিত পৌর মেয়র আলা উদ্দিনের স্বর্না ব্রিকস অফিস কার্যালয়ে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, প্রতিদিনের মতোই অফিস করে শুক্রবার (০২ এপ্রিল) রাতে কর্মকর্তাগন অফিসে তালা লাগিয়ে বাসায় চলে যায়।
শনিবার (০৩ এপ্রিল) সকালে অফিস স্টাফ জয়দেব চত্রুবর্তী অফিসের তালা খুলে ভিতরে গিয়ে দেখতে পায় উপরে ঘরের টিন খোলা এবং অফিসের আলমারী ড্রয়ার খোলা ও এলোমেলো অবস্থায় রয়েছে।
ম্যানেজার ধনেশ পত্রনবীশ বলেন, ইট বিক্রির টাকা সহ আনুমানিক ৩০ লক্ষ টাকা ছিলো ড্রয়ার ও আলমারিতে। তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোণা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমীন নেলী, থানা তদন্ত ওসি মীর মাহাবুবুর রহমান। এ বিষয়ে দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমীন নেলী বলেন, এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া মাত্র আইন আনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।