মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। রোববার শহরের সত্যপীর ব্রীজসহ বেশ কয়েকটি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় পৌর শহরের সত্যপীর ব্রীজে বিভিন্ন যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি পর্যবেক্ষণ করেন। এছাড়াও শহরের বেশ কিছু স্থানে মাস্ক না পড়ার জন্য ৯ জনকে অর্থদন্ড প্রদান করেন। শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গাড়িতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।