বগুড়া সংবাদদাতা : বগুড়া শেরপুরে অভিযানে মাটিদস্যুদের পলায়ন: ১টি ট্রাক ও ৩টি স্কেভেটর জব্দ করেছে মোবাইল কোর্ট।
গতকাল ৩ এপ্রিল ২০২১ শনিবার বেলা ১২ টা হতে রাত ১০ টা পর্যন্ত বগুড়া শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুরা লিকসিপাড়ায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাকিম সাবরিনা শারমিন।
উক্ত মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাটি কাটায় জড়িতরা পালিয়ে যায়। এ সময় অবৈধভাবে মাটি কাটার তিনটি স্কেভেটর ও একটি মাটি বহনকারী ট্রাক জব্দ করে গাড়ীদহ ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়।মোবাইল কোর্টে শেরপুর থানা পুলিশ সার্বিক সহযোগীতা করেন। এছাড়া ও গাড়ীদহ ইউনিয়ন চেয়ারম্যান; ইউপি সদস্যরাও সার্বিক সহযোগিতা করে।
এব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাকিম সাবরিনা শারমিন বলেন অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।