বগুড়া শেরপুর সংবাদদাতা : বগুড়া শেরপুর উপজেলা নির্বাহী অফিসার,মোঃ লিয়াকত আলী সেখ মহোদয় আজ ৪ এপ্রিল রবিবার শেরপুরের কলেজ রোড,পুন্যাতলা, বনমরিচা বটতলা,হাপুনিয়া বাজার,বনমরিচা স্ট্যান্ড বাজার,গাড়িদহ বাজার,গাড়িদহ দশমাইল বাজার,মহিপুর বাজার,গোসাইবাড়ি বটতলায় স্বাস্থ্যবিধির উপর মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি ৫ টি মামলায় ৫ জনকে ১৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
এছাড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,শেরপুর,বগুড়া জনাব সাবরিনা শারমিন সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখায় শেরুয়া বটতলায় ‘প্রাইভেট টিচিং হোম’ নামে কোচিং সেন্টারের মালিককে ৫০০০/- অর্থদন্ড প্রদান করেন।
এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় হাসপাতাল রোডে মোবাইল কোর্ট পরিচালনাকালে শাহ সুলতান হাসপাতাল সংলগ্ন ফার্মেসীকে ২০০০/- টাকা অর্থদন্ড করেন।
এব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন,শেরপুর,বগুড়ার স্বাস্থ্যবিধির উপর মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে।