নিজস্ব প্রতিবেদক : লকডাউন এর মধ্যেও দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহীর আরডি মার্কেটের ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল থেকেই রাজশাহীর আরডি মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা মার্কেটের সামনে অবস্থান নেন। সকালে কিছু কিছু দোকান খোলা দেখা গেছে। বিক্ষোভকালে ব্যবসায়ীরা জানান, তারা স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে চান। কারণ গত একবছর
করোনার কারণে এমনিতেই তাদের ব্যবসায় প্রচুর লোকসান হয়েছে। রমজানের আগে দোকান বন্ধ রাখা হলে তারা আরো সমস্যার মধ্যে পড়বেন। এজন্য তারা দোকান খোলা রাখাতে চান। বিক্ষোভকালে অতিরিক্ত পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এরপর তারা মার্কেটের সামনে অবস্থান নেন। এর আগে সোমবার তারা দোকান খোলা রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেন।