সেলিম রেজা, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
মেয়েটির নাম খাদিজা খাতুন,দশম শ্রেণির ছাত্রী,বয়স ১৫ বছর,বাড়ি নড়াইল জেলায়,পিতার নাম আজিবর রহমান। ১লা এপ্রিল ২০২১ইং তারিখ আনুমানিক বিকাল ৪ টার সময় মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে চৌগাছা উপজেলার দৌলতপুর গ্রামের ইসাহক আলীর ছেলে আশাদুল ইসলাম নামে এক পাচারকারী দালাল ভারতে পাচার করার চেষ্টা করে।ঠিক তখনই ছাত্রলীগের কর্মীদের হাতে ধরা পরে।ঘটনাটি ঘটে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের পাঁচবাড়ীয়া গ্রামের মাঠে।
সে সময় পাঁচবাড়ীয়া গ্রামের ছাত্রলীগ কর্মী মীম,সাজু,রকি,রিপন,শাহআলম,রকি সহ এলাকার যুবকেরা পাচাকারীর হাত থেকে মেয়েটিকে রক্ষা করে মহেশপুর থানার এস আই তরিকুল ইসলামের কাছে হস্তান্তর করে।
এই ঘটনার পর থেকে পাচারকারী দালাল আশাদুল পলাতক রয়েছে।