শেখ সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জ জুড়ে লকডাউন মানতে অনীহা প্রকাশ সাধারণ মানুষের। চলছে নিমিয়ত যানবাহন। সকাল থেকে মোরেলগঞ্জ পৌর সদরে বিভিন্ন চিত্র ঘুরে দেখা যায়, পৌর সদরে বেশির ভাগই দোকান পাঠ খোলা। নিয়মিত মানুষ ও যানবাহন চলাচল করছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৭ দিনে জন্য কঠোর বিধি আরোপ করে লকডাউন ও গণপরিবহণ বন্ধ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। সব নির্দেশনা উপেক্ষা করে মানুষ ঘরে থেকে পেটের তাগিতে বাহির হয়ে গেছেন।
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরে প্রাণকেন্দ্র বাজার পয়েন্টে যানবাহন, মানুষ জন চলা ফেলা করতে দেখা যায়।
প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বার-বার তাগিত দিয়ে আসলে সাধারণ মানুষ উল্টো পথে হাটছেন। গত কয়েক দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে বাস্থ্যবিধি না মানার কারণে প্রতিনিয়িত বাড়তে থাকে করোনা প্রকোপ। সোমবার (৫ এপ্রিল) লকডাউনের সংবাদ শুনার পর ৪ এপ্রিল (রোবাবার) সকাল ৭ টা থেকে মোরেলগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বিকেলে মোরেলগঞ্জ পৌর সদরে যানজট সাধারণ মানুষের চলা ফেরা ছিল চোখে পড়ার মতো। তবে লকডাউনের সকল নির্দেশনা মেনে নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি ও আধা সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বন্ধ দিয়েছেন কর্তৃপক্ষ।