ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি:
গত রোববার ০৪ এপ্রিল সন্ধ্যা ৭ টায় নেত্রকোণা পৌরসভার নাগড়া এলাকার নিজ বাসা থেকে কাজের বুয়াসহ নিখোঁজ হওয়া ৩বছরের শিশু কন্যা পূঁজা দেবনাথকে আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরনের দ্বায়ে গ্রেফতার হয় বুয়া রিনা আক্তার।
জানা যায়, রবিবার (০৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোণা মডেল থানাধীন নাগড়া বেবি আইসক্রিম সংলগ্ন এক বাসা হতে তিন বছরের এক শিশুকে অপহরন করে নিয়ে যায় কাজের বুয়া রিনা আক্তার। ঘটনার সময় শিশুটির মা ইতি দেবনাথ মশার কয়েল কিনার জন্যে পাশের দোকানে গেলে সূযোগ বুঝে কাজের বুয়া রিনা আক্তার বাসায় ঢুকে পড়ে এবং চকলেট কিনে দেওয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে শিশু পূজা’কে অপহরণ করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় শিশুটির পিতা রিপন দেবনাথ বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে নেত্রকোণা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জনাব সোহেল রানা নেতৃত্বে নেত্রকোণা মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ টীম শিশু উদ্ধার ও আসামি গ্রেফতারের অভিযানে নামে। আজ ০৬ এপ্রিল মঙ্গলবার সকালে সিলেট মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানাধীন আখালিয়া এলাকা হতে শিশু পূজাকে উদ্ধার করা হয় এবং অপহরনকারী রিনা আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, প্রায় ২০ ঘন্টার নিরবিচ্ছিন্ন অভিযানে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আভিযান চালিয়ে অপহৃত শিশু পূঁজাকে উদ্ধার ও অপহরণকারী বুয়া রিনা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। আভিযানিক টীম উদ্ধার হওয়া শিশু ও আসামিকে নিয়ে নেত্রকোণার পথে রওনা হয়েছেন।