রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খানসহ চার পদে রদবদল করা হয়েছে। শনিবার আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত আদেশে এ রদবদল করা হয়। আদেশে রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খানকে সিটিএসবিতে ও দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলামকে রাজপাড়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। দামকুড়া থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ শাহকে বোয়ালিয়া মডেল থানার ওসি তদন্ত এবং বোয়ালিয়া থানার ওসি তদন্ত মাহবুব হোসেনকে দামকুড়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম রুহুল কুদ্দুস। আরএমপির একাধিক সূত্র জানায়, খুব শীঘ্রই আরএমপিতে আরও কয়েকটি থানার ওসিসহ বিভিন্ন পদে রদবদল করা হবে।