নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন ও আহত হয়েছেন ২ জন। রাত ৯টার দিকে জলঢাকা উপজেলার ডালিয়া রোডের সুড়ির মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল আরোহী মো. হালিমুর রহমান। তিনি ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা মৌজার মো. মোমিন চৌকিদারের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। তারা হলেন একই গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে বাবুল ইসলাম (২০) এবং আয়নাল ইসলামের ছেলে রুবেল ইসলাম (২১)।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।