নিজস্ব প্রতিবেদন : বান্দরবানে অনুষ্ঠিত ৯ম বঙ্গবন্ধু গেমস কারাতে দুইটি সিলভার (রূপা) জয় করেছেন রাজশাহীর নাইমা ইসলাম। একটি তার দল আনসার ভিডিপির হয়ে আরেকটি তার ব্যক্তিগত ভাবে খেলে সিলভার জয় লাভ করেন।
নাইমা ছোট্টো মেয়ে তার নেশা ও পেশা হিসেবে কারাতে খেলা বললে ভুল হবে না, মেয়ে হয়েও পড়ালিখার মাঝে তার স্বপ্ন গড়ে উঠে কারাতে খেলে বড় কিছু হবে। তিলতিল করে তার স্বপ্ন বড় আকার ধারন করতে চলছে। তাবে হা সেই ছোট্টো নাইমা আর ছোট্টো নেই সে বর্তমান রাজশাহী প্রলিটেকনিক পড়ালিখা শেষ করে কারাতে মন দিয়েছে।
কারাতে খেলোয়াড় নাইমা জানান, বর্তমানে তিনি আনসার ভিডিপির এক অন্যতম সদস্য। তার এই সাফল্যের পেছনে অনেকেরই অবদান রয়েছে। মিডিয়া, গণমাধ্যম সহ প্রথম মত তার পরিবার ও তার বিশেষ কোচ ফরমান আলী। তাকে শুরু থেকে তৈরীতে তার পরিবারের পক্ষ থেকে পুরো দমে সাহস ও সকল সহযোগিতা করেন তার মা। তাকে খেলার জন্য তৈরীতে ও মানসিক সহোযোগিতায় বিশেষ ভূমিকা রেখেছেন তার শ্রদ্ধীয় কারাতে শিক্ষক ফরমান আলী।
তিনি আরও জানান, বঙ্গবন্ধু গেমস এ আনসার দলের হয়ে একটি রূপা এবং নিজের হয়ে একটি রূপা মোট দুইটি রূপা জয় করেছেন তিনি। এভাবে কঠোর পরিশ্রম ও অনুশীলন করে একদিন আন্তর্জাতিক পর্যায়ে খেলে বাংলাদেশের জন্য জয় আনবে।
বাংলাদেশের নাম ও পতাকা কে এক শীর্ষ স্থানে নিয়ে যাবে। তিনি নিজের এবং পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে দেশ ও জাতির জন্য কিছু করে দেখাতে পারে।