রাজশাহীর পুলিশ সুপার এর মহানুভবতায় পিআরএল এ যাওয়া পুলিশ সদস্যের সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে বিদায়ের ধারা অব্যাহত রয়েছে। চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া সহকর্মী পুলিশ সদস্যদের বিদায়বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেওয়ার এক অনন্য উদ্যোগ নিয়েছেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) । তারই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ লাইন্সে কর্মজীবন শেষ করে রাজশাহী জেলা পুলিশ থেকে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া এসআই মোঃ তফিজ উদ্দীন ও এসআই মোঃ আব্দুল মজিদ শেখকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় জানান রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) । পুলিশ সুপার তাদের ফুলের শুভেচ্ছা জানান ও পরিবারের খোঁজখবর নেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য এসআই মোঃ তফিজ উদ্দিন দীর্ঘ ৩৯ বছর ও এস আই মো: আব্দুল মজিদ দীর্ঘ ৩৬ বছর পুলিশ বাহিনীতে চাকুরি শেষে আজ পিআরএল এ গেলেন। বিদায়ী পুলিশ সদস্য দুইজন তাদের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিদায়বেলায় পুলিশ সুপারের উদ্যোগে এমন আনুষ্ঠানিক বিদায়ে আমরা অত্যন্ত গর্বিত ও সম্মানিত । এমন সম্মানজনক বিদায় পেয়ে তারা অশ্রুসিক্ত হয়ে যান এবং পুলিশ সুপার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।