আহসান হাবীব শিপলু/বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫৩ দিনেও চাহিত তথ্যাদি সরবরাহ না করার অভিযোগ উঠেছে। ২০২০-২০২১ইং অর্থ বছরে এডিপি (সাধারণ) এবং এডিপি বিশেষ বরাদ্দ থেকে উপজেলার ৮টি ইউনিয়নে যে সকল প্রকল্প গ্রহন করা হয়েছে। সেই সকল প্রকল্পসমুহের বরাদ্দসহ তালিকা, প্রকল্প কমিটি/ঠিকাদারী প্রতিষ্টান এর নাম ঠিকানা, প্রাক্কলন, হিসাব বিবরণী, কাজ শুরু ও সমাপ্তি তারিখ সহ সার্বিক তথ্যাবলী, এবং ১৩/১০/ ২০২০ ইং তারিখ হতে ২০২০- ২০২১ইং অর্থ বছর পর্যন্ত যে সকল প্রকল্পের ই-টেন্ডার ও দরপত্র প্রকাশর জন্য যে সকল পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই সকল পত্রিকায় প্রকাশের তারিখ সহটেন্ডার ও দরপত্র আহবানের প্রকাশিত অংশ সমুহের তথ্যাবলী সরবরাহের জন্য উপজেলা প্রকৌশলীর নিকট বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ওয়াজেদ আলী ১৭/০২/২০২১ ইং তারিখে তথ্যঅধিকার আইনে ‘ক’ ফরমে আবেদন করলেও এরিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত তথ্য সরবরাহ করেনি বলে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী জানান।এ বিষয়ে উপজেলা প্রক্যেশলী মোঃ মোখলেছার রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন বিভিন্ন কাজের চাপে যথাসময়ে তথ্য সরবরাহ করা সম্ভব হয়নি। তবে তা দ্রত সরবরাহ করা হবে বলে তিনি জানান।