আহসান হাবীব শিপলু / বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার অসহায় দরিদ্র জনতার মানবিক সহায়তা প্রদানের জন্য ভিজিএফ ৬২ লাখ ৪৭ হাজার ৩শ৫০ টাকা এবং ত্রাণ( নগদ) কার্যক্রমের আওতায় ২০ লাখ টাকার বরাদ্দ এসেছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমান জানান। উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১৩ হাহার ৮৮৩ জনকে ঈদ উল ফিতর উপলক্ষ্যে জনপ্রতি ৪৫০ টাকা করে এবং ত্রাণ(নগদ) কার্যক্রমের আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের পাঁচশত অসহায় দরিদ্র জনকে ঈদ উল ফিতর উপলক্ষ্যে জনপ্রতি ৫০০ টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তৈরী করা তালিকা মোতাবেক বলেও পিআইও বলেন। এছাড়াও তিনি বলেন আগামী ১৫/০৪/২০১ ইং তারিখের মধ্যে তার কার্যালয়ে তালিকা জমা দেওয়ার জন্য ১১ এপ্রিল সকল চেয়ারম্যানদের পত্র দ্বারা অবগত করানো হয়েছে।