মোঃ পাভেল ইসলাম প্রধান প্রতিবেদক : রাজশাহীতে মহানগরীতে ৪৮৮ পিচ ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর আলম (৩৬) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নগরীর মেহেরচন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী রাজশাহী জেলার কাঁটাখালী থানাধীন মাছকাটাদিঘী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম। অভিযান পরিচালনা করেন র্যাব-৫, রাজশাহী, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মহানগর রাজশাহী চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।