ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রীতম সাহা দীপ্র নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে পৌর সদরের দূর্গামন্দির সড়কের পাশে নিজেদের নির্মাণাধীন বাসায় এই নিহতের ঘটনাটি ঘটেছে। নিহত প্রীতম সাহা কেন্দুয়া বাজারের জুয়েলারী ব্যবসায়ী আশীষ সাহার একমাত্র ছেলে। সে কেন্দুয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ওসি কাজি শাহ নেওযাজ আজ বুধবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, আজ বুধবার আনুমানিক সকাল ৮টার দিকে পৌর শহরের দূর্গামন্দির সড়কের পাশে নিজেদের নির্মাণাধীন বাসার বিল্ডিংয়ে পানি দিচ্ছিল। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের ছেঁড়া তারের স্পর্শে বিদ্যুৎতায়িত হয়ে মারাত্মকভাবে আহত হয় প্রীতম। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারের লোকজন।।