অনলাইন ডেস্ক: লেবাননের ত্রিপলিতে লকডাউন বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষ লকডাউনের সিদ্ধান্ত নিলে সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে আজ বুধবার এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে লেবাননের রেডক্রস। আহতদের মধ্যে গুরুতর ৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটিতে চলমান অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই এ সংঘর্ষ হল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রাস্তায় পার্ককরা একটি মোটরযানে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে সেখানে দাঙ্গার আশঙ্কায় সেনা মোতায়েন করা হয়। এর আগে গত সোমবার একই ঘটনায় ৩০ জন আহত হয়েছিলেন। লেবাননের ত্রিপলি হলো দেশটির দরিদ্রতম এলাকাগুলোর একটি। আগে থেকেই দেশটিতে অর্থনৈতিক সঙ্কট চলমান। করোনা মহামারি শুরু হওয়ার আগে থেকেই সেখানে অর্থনৈতিক সঙ্কট ও অসন্তোষ চলছিল। চলতি মাসের শুরুতে পুরোপুরি লকডাউন জারি করার আগে থেকে লেবাননে বেকার ও কর্মহীন লোকের সংখ্যা বেড়ে যায়। করোনা শুরু হওয়ার পর সরকার লকডাউনের ঘোষণা দেওয়ায় তাদের সামান্য আয়-রোজগারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাই বিক্ষুব্ধরা রাস্তায় নেমে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। লেবাননের জনসংখ্যা ৬০ লাখের কিছু বেশি। এদের মধ্যে অন্তত ১০ লাখ শরণার্থী। দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কট চলছে। দেশটির অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার করোনায় সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছে ২ হাজার ৪৭০ জন।