ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে জরুনা বেগম (৩০) নামে এক নারী গুরুতর আহত হয়েছে। আজ ১৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জহিরুল (৩০) এবং জুবায়ের (২০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। আহত জরুনা বেগম মোহনগঞ্জ উপজেলা বড়পাইকুড়া গ্রামের রোকন মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামে প্রতিবেশীর জায়গার উপর দিয়ে হাটাহাটিকে কেন্দ্র করে একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শহিদের সাথে কথা কাটাকাটি হয় জরুনার। এক পর্যায়ে শহিদ উত্তেজিত হয়ে জরুনা বেগমের পেটে ধারালো দা দিয়ে কুপ দেয়। এতে তার পেট থেকে ভুড়ি বের হয়ে যায় এবং মারাত্মকভাবে আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এছাড়াও শহিদকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানায় পুলিশ।