অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারোদাগ এলাকায় পানিতে ডুবে মুস্তাফিজুর রহমান (১০) ও সিয়াম হোসেন (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার একটি পুকুর থেকে তাদের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত দুই শিশু ভেড়ামারা উপজেলার বারদাগ এলাকার মাসুম ও ষোলদাগ এলাকার বকুলের ছেলে এবং তারা সম্পর্কে আপন খালাতো ভাই। স্থানীয়রা জানায়, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারদাগ এলাকায় মুস্তাফিজের বাড়িতে বেড়াতে গিয়ে সিয়াম ও মুস্তাফিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
সূত্র: কালের কণ্ঠ