চাঁদপুরে পৃথক দুটি অভিযানে ২ হাজার ১০০ কেজি জাটকাসহ দুটি যানবাহন আটক করা হয়েছে। এর মধ্যে একটি দামি মাইক্রোবাস। অন্যটি পিকআপ ভ্যান। নৌ পুলিশ জানিয়েছে, চাঁদপুর থেকে এবার জাটকার চালান পাচারের অভিনব কৌশল নিয়েছে পাচারকারীরা। এত চোরাগোপ্তা পথে পিকআপ ভ্যান ব্যবহার করলেও এখন এই কাজে নামিদামি মাইক্রোবাস ব্যবহার করা হচ্ছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে চাঁদপুর নৌ থানা পুলিশ এক অভিযান চালিয়ে হাইয়েস মডেলের দামি একটি মাইক্রোবাস আটক করে। চাঁদপুর পৌরসভার রনাগোয়াল এলাকায় অভিযানে প্রায় ৬০০ কেজি জাটকাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। সূত্র জানায়, এর আগে একাধিক পিকআপ ভ্যান জাটকাসহ আটক হলেও দামি মাইক্রোবাস আটকের ঘটনা এই প্রথম। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক জানান, এই ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করা হয়। আটক ব্যক্তির স্বীকারোক্তিতে নৌ পুলিশের এই কর্মকতা আরো জানান, জাটকা ধরা, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ হওয়ায় একটি চক্র এই ভিন্ন পথ বেছে নিয়েছে। এদিকে, অপর আরেক অভিযানে এক হাজার পাঁচ শ কেজি জাটকা জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়। শুক্রবার ভোরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারের উত্তর পাশ থেকে পুরান বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-২১-০০৯৭) থাকা ১০টি ড্রামে ১ হাজার ৫০০ কেজি জাটকাসহ দুজনকে আটক করে। শুক্রবার দুপুরে এতিমখানা এবং হতদরিদ্রদের মাঝে জব্দকৃত জাটকাগুলো বিতরণ করা হয়। এই ঘটনায় আটককৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাখরপুর গ্রামের রুবেল গাজী (২৮) ও চালক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইদ্রিস মিয়া (২১)। জাটকাগুলো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে তারা জানান।