নিজস্ব প্রতিবেদক : নগরীর ১৮ নম্বর উত্তর যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে আরডিএ ভবন এলাকা ও বনলতা বাণিজ্যিক-আবাসিক এলাকায় এসব ইফতার বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে এসব ইফতার বিতরণ করেন মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন বাচ্চু, সহসভাপতি মোখলেছুর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ ও রায়হানুল ইসলাম রয়েল, সদস্য ফারুক আলম পাপ্পু। এ সময় উপস্থিত ছিলেন ১৮ নম্বর উত্তর যুবলীগ নেতা জুয়েল রানা টিটু, আনিসুর রহমান স্বপন, পারভেজ হোসেন মনা, রুবেল হোসেন প্রমুখ।