অনলাইন ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় বড়ধলাট গ্রামে মসজিদের হিসাব জানতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে জুম্মার নামাজের পরপরই এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গ্রামে ‘সমাজ’ বলে একটা প্রথা রয়েছে। বড়ধলাট গ্রামে রবি মাস্টারসহ কয়েকটি পরিবার সমাজ থেকে বের হয়ে গেছেন বেশ কয়েকদিন আগেই। সেই সুবাদে তিনি এলাকার মসজিদে নামাজ পড়েন না। আজ বড়ধলাট গ্রামের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে মসজিদের বর্তমান অর্থ-সম্পদের বিষয়ে রবি মাস্টারসহ কয়েকজন জানতে চান। এতে ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’ তিনি আরও জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হলেন- রবি মাস্টার (৫৫), মো. ইউনুস (৬৭), মো. মিঠুন (৩২), জিএম (২৫) ও সাইদুর রহমান (২৮)।আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।