ডেস্ক রিপোর্ট :
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই স্ত্রী নির্যাতনকারী কুমিল্লার লালমাই উপজেলার বড় চলুন্ডা গ্রামের নাজমুলকে আটক করেছে লালমাই থানা পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) তাকে আটক করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) আজিম উল আহসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, লালমাই উপজেলার ভুলইন উঃ ইউনিয়নের বড়চলুন্ডা গ্রামের মন্দার বাড়িতে মেয়েটির বিয়ে হয় ২ মাস আগে। বিয়ের ১৫ দিনের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর মেয়েটি তার কাবিনের টাকা চাইতে আসাতে এই রমজানের মধ্যে তার সাবেক স্বামী নাজমুল ও তার পরিবার ওই মেয়ের উপর অমানবিকভাবে শারিরীক নির্যাতন করে রাস্তায় ফেলে দেয়।