রকিবুজ্জামান রকি: প্রায় ২০ বছর ধরে বন্ধ রয়েছে রাজশাহী সদর হাসপাতাল। অথচ এই হাসপাতালটি ছিল এই অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসার স্থল। তবে বতর্মানে করোনার ভয়াবহ পরিস্থিতি যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই হাসপাতালটির প্রয়োজনীয়তার কথা। তাই জনস্বার্থে সদর হাসপাতালটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন রাজশাহীর চিকিৎসক, বিশেষজ্ঞসহ এলাকাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯০২ সালে ব্রিটিশদের হাতে নির্মিত ভবনটিতে (বতর্মান সদর হাসপাতাল ভবন) এই অঞ্চলের মানুষের জন্য শুরু হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ধীরে ধীরে মেডিসিন, নাক-কান-গলা, হাড়-জোড় এমনকি অপারেশন সেবা চালু হয় এখানেই। যা ১৯৩৮ সালে রুপ নেয় রাজশাহী সদর হাসপাতাল নামে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালটির কার্যক্রম শুরু হওয়ার পর কমতে থাকে এই হাসপাতালটির কার্যক্রম। যা এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে করোনার এই মহামারীতে করোনা রোগীদের চাপ ও সাধারণ রোগীদের সুরক্ষায় রাজশাহী সদর হাসপাতালটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন রাজশাহীবাসী। সুশাসন বিশ্লেষক আহমদ শফিউদ্দিন বলেন, ‘করোনার এই ভয়াবহ সময়ে দেশের প্রায় ২০টি জেলা থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অসহায় মানুষজন চিকিৎসা নিতে আসছেন। এতে হাসপাতালে তৈরী হচ্ছে প্রচণ্ড চাপ। কাজেই অনতিবিলম্বে রাজশাহী সদর হাসপাতাল সরকারি ব্যবস্থাপনায় চালু হওয়া অত্যন্ত জরুরি।