DESK NEWS: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ক্ষমতার অপব্যবহার করবেন না। অবৈধভাবে অর্জিত টাকা-পয়সা থাকবে না।ক্ষমতায় না থাকলে টাকা নিয়ে পালিয়ে থাকতে হবে। সরকার ক্ষমতা হারালে নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে হবে। তাই সময় থাকতে অবৈধভাবে উপার্জন করা অর্থ দেশের উন্নয়নে ব্যয় করুন।গতকাল (শনিবার) নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেন, অবৈধভাবে অর্জন করা অর্থ-সম্পদ দিয়ে কি করবেন, দল যদি ক্ষমতায়ই না থাকে। দলকে ক্ষমতায় রাখতে এবং আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারে, এর জন্য সকল অর্থ দেশের উন্নয়নে ব্যয় করুন।তিনি বলেন, দেশের টাকা লুট করে উন্নয়ন বন্ধ করে মানুষের মন জয় করা যায় না। সরকার যদি দেশের মানুষকে ভালোবেসে একের পর এক উন্নয়ন করে যায়, তাহলে জনগণ সেই সরকারকে বারবার দেশ শাসনের সুযোগ দেয়।কাজেই দেশের উন্নয়নখাত থেকে কিছু লুট করে বড়লোক হওয়ার লালসা করবেন না। কারণ সেই অর্থ ভোগ করতে হলে আপনাকে ক্ষমতায় থাকতে হবে। আর এই লালসার ফলে আপনার সরকার ক্ষমতায় না থাকলে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে। সভায় তিনি তথ্য প্রকাশ করেন, আগামী ২০ মে গণভবনে প্রধানমন্ত্রী দেশের সকল জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের সাথে বৈঠক করবেন। সেখানে তিনি দেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তিনি উল্লেখ করেন, নতুন সদস্য নেয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে দলে পরগাছা না ঢুকে। সভায় ওবায়দুল কাদের বিএনপির কঠোর সমালোচনার সাথে তিনি বিএনপিকে জাতীয় নালিশ পার্টি হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি এখন জাতীয় নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তাদের কাজ হলো শুধু দেশের মানুষের কাছে নয়, সারাবিশ্বের মোড়লদের দরবারে-দরবারে গিয়ে নালিশ পেশ করা। হিলারি বা নরেন্দ্র মোদি কাউকে ক্ষমতায় বসাতে পারবেন না।