স্টাফ রিপোর্টার: রাজশাহীর দূর্গাপুর পৌর এলাকার দেবিপুর গ্রামে পাকারাস্তা নষ্ট করে কাকড়া গড়িতে করে ইট ভাটাতে মাটি বোহনকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় অন্তত ৩জন আহত হয়েছে। আহতরা হলেন ইউনুচ আলী ও তার পুত্র এবং ভেকু দালাল ছলিম। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সেই সাথে ভেকু দালাল সলিম ইউনূসের একটি টিভিএস মেট্রো হোন্ডার ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে দেবিপুর রাস্তার উপরে এঘটনা ঘটে। এলাকা ঘুরে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দূর্গাপুর পৌর এলাকার দেবিপুর গ্রামের ব্যাংক কর্মকর্তা আব্দুল আজিজ, সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল ও ইটভাটার সাবেক মালিক আইয়ুব আলী দীর্ঘদিন থেকে তিন ফসলী জমি নষ্ট করে ও ভিটা জমিতে দেদারসে অবৈধ পুকুর খনন করছেন। সেখানে ভেকু সরবরাহ করছেন ঢাকার আমিন বাজার থেকে আসা ভেকু দালাল ছলিম। সেই পুকুরের মাটি মূল রাস্তা নষ্ট করে কাকড়া গাড়িতে করে বেশি অর্থের লোভে অবৈধ ইট ভাটাতে মাটি বিক্রয় করছেন। সেই রাস্তার ধুলাবালির কারনে দেবিপুর মোড়ের দোকানের খাবার জিনিস পত্রগুলো নষ্ট হচ্ছে। এদিকে ধুলাবালির কারনে দবিপুর গ্রামের সাধারন মানুসের ব্যাপক হারে সর্দি,কাশি,এজমা সহ করোনায় আক্রান্ত হচ্ছে। সেজন্য দিনদিন ব্যাপকহারে করো না বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসী উর্দ্ধতন কর্মকর্তার কাছে অবৈধ কাকড়া গাড়ি বন্ধের জোরালো দাবি জানিয়েছেন। দেবিপুর গ্রামের রমজান আলী মোল্লার ছেলে প্রতিবন্ধি আব্দুল আজিজ বলেন, ব্যাংক আজিজ ও তার ছেলে শাওন দুজনে মিলে গত প্রথম রোজাতে আমার বাড়ির উপর দিয়ে ভিটা জমি খনন করে কাকরা গাড়িতে করে মাটি বহন করে ইট ভাটাতে নিয়ে যাওয়ার সময় আমার বাড়ির ওয়াল ভাংতে ও গাছ কাটতে নিষেধ করলে তারা ২ জনে মিলে আমাকে বেধড়ক মারপিট করে ও আমার হাতের লোগ ভেঙ্গে দেয়। আমি একজন প্রতিবন্ধি হওয়ার কারনে থানায় যেতে পারিনি। তারা সন্ত্রাসী প্রকৃতির হওয়াই এলাকার লোক জোন তাদের ভয়ে কেউ মুখ খুলে না। কেউ কথা বললে তাদেরকে কোন না কোন ভাবে ফাঁসিয়ে দেয়। এব্যাপারে দূর্গাপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি বলেন, রাস্তার উপর দিয়ে কাকড়া গাড়ি চলাচলের কারণে কাকড়া গাড়ীর মাটি রাস্তায় পড়ে ধুলাবালি সৃষ্টি ও রাস্তা নষ্ট হলে আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মহসিন মৃধাকে অবগত করিলে তিনি পদক্ষেপ নিব নিচ্ছে বলে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। আমি নিরুপায় হয়ে পুঠিয়া-দূর্গাপুরের মাননীয় সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমানকে কাঁকড়া গাড়ি দিয়ে রাস্তা নষ্ট, ধুলাবালি ও তিন ফসলি জমি নষ্টর বিষয় জানালে তিনি বলেন আমি ইয়ানু দূর্গাপুরকে বলে দিচ্ছি তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে দূর্গাপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী বলেন, মারপিটের ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পায়নি, তবে কাঁকড়া গাড়িতে করে মাটি বহন করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। তাহারা উভয় পক্ষ সন্ধ্যার পরে আপোষ মীমাংসা করে নেবে বলে শুনেছি।