নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ডোবার পানিতে ডুবে সোলেমান মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৩ টার দিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বাউশামে এ দুর্ঘটনা ঘটে। শিশু সোলেমান একই গ্রামের মো. শামীম মিয়ার ছেলে। কলমাকান্দা থানার অফিসার ইন-চার্জ এটিএম মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাড়িতে খেলাধুলা করার সময় সবার চোখের আড়ালে গিয়ে ডোবার পানিতে পড়ে মারা যায় শিশু সোলেমান। পরে টের পেয়ে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।