মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ত্রানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।রোববার শহরের রোড এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি মাহাবুব আলম রুবেল, সাধারণ সম্পাদক আবু আস লাবু, সহ-সভাপতি বেলাল হোসেন, শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সাড়ে দশ লক্ষ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন। গতবারে ছিটেফোটা দু একজন ছাড়া অধিকাংশ মানুষই এ টাকা পায়নি। এ বার ওই টাকা শ্রমজীবি মানুষজনের মাঝে সুষ্ঠুভাবে বন্টনের দাবি জানান তারা।
এম জি আর এ