রকিবুজ্জামান রকি: রোববার দুপুর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার (২৪ এপ্রিল) রাত ১১টায় রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তালাইমারী শাখার চেম্বার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে মিলন শেখ ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। পরবর্তীতে তাদের মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান বলেন, শনিবার রাতে র্যাব-৫ এর একটি দল ১৭ জনকে আটকের পর থানায় হস্তান্তর করে। তবে এখানে কেউ কোনো দল করে কিনা তা জানি না। তবে শুনেছি তারা সবাই শ্রমিক। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।