রকিবুজ্জামান রকি: রাজশাহীর চারঘাটে ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ রবিবার সন্ধা ৬টার দিকে চারঘাট থানাধীন মাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে ১১৫ বোতল ফেনসিডিল জব্দ কর করা হয়। আটককৃতরা হলো- চারঘাট থানাধীন মাড়িয়া গ্রামের মৃত রাহেদ মিয়ার ছেলে মোঃ সাহাজ আলী (৩২) ও মোঃ শাহাদৎ ইসলাম (৩৮)। তার সপর্কে আপন দুই ভাই। অভিযানটি পরিচালনা করেন রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল । র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা হয়েছে।