অনলাইন ডেস্ক:: সাতক্ষীরার শ্যামনগরে অনাবৃষ্টি ও গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে নাকাল জনজীবনে স্বস্তির জন্য কল্যাণকর বৃষ্টি কামনা করে নফল নামাজ আদায় করেছেন এলাকাবাসী। সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ছোট ভেটখালী ঈদগাহ জামে মসজিদের সামনে এ নামাজ আদায় করা হয়।মাওলানা নুর আলমের ইমামতিতে এতে এলাকার শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে মোনাজাতে বৃষ্টি কামনা করে মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন মুসল্লিরা।