বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ধারিয়া গাংগইট ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শাহাদত হোসেনের পিতা চল্লিশছত্র গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রামশহর নকসাবন্দিয়া মোজাদ্দেদিয়া আস্তানার খলিফা হযরত মাওলানা আব্দুর রহমান(৭৮) সোমবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না—-রাজেউন। মৃত্যুকালে তিনি ১ছেলে,১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের জানাযা নামায মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওঃ শাহাদাতুজ্জমান, কিচক ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আফছার আলী,আলাদীপুর আলিম মাদ্রাসার প্রভাষক মাওঃ আক্তারুজ্জামান, ৪০ছত্র মাদ্রাসার সুপার হযরত আলী, বাকশন দাখিল মাদ্রাসার সুপার আমিনুল্যাহ, পাতাইর ধুলাঝাড়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মোমেন, ভুগোইল হেজবুল্যাহ দাখিল মাদ্রাসার সুপার মোনয়েম হোসেন, হরিপুর হেদায়তুল ক্বওমী মাদ্রাসার মহতামিম মাওঃ আবু ইউসুফ, ইউপি সদস্য আবু বক্কর, আলহাজ্ব আফছার আলী মাস্টারসহ প্রমুখ বক্তব্য রাখেন। দোআ পরিচালনা করেন পীরজাদা হযরত মাওলানা নুরুল ইসলাম। উক্ত জানাযায় শতশত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেনে।