অনলাইন ডেস্ক: পটুয়াখালীর বাউফলে সরকারি দল আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে যুবলীগ কর্মী তাপস নিহতের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী ও ছিদ্দিক উল্লাহ’র জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এই দুইজনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ সংসদ সদস্য আ স ম ফিরোজ এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপের মধ্যে গতবছর ২৪ মে সংঘর্ষে যুবলীগ কর্মী তাপস দাস নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই পঙ্কজ দাস বাদী হয়ে পৌর মেয়র জিয়াউল হক জুয়েলকে হুকুমদাতা উল্লেখ করে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় মো. মেহেদী ও ছিদ্দিক উল্লাহ গত ৩ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল।