পবিত্র রমজান উপলক্ষে সিন্ডিকেট করে তরমুজ, কলা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চড়া মূল্যে বিক্রি করা নিয়ন্ত্রণে রংপুরে অভিযান চালানো হয়েছে। রংপুরের প্রধান কলা ও তরমুজের আড়তে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পবিত্র রমজান মাস ও তীব্র তাপদাহে কলা ও তরমুজের চাহিদা অধিক হওয়ায় সিন্ডিকেট করে এসবের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তরমুজ পিস হিসেবে বিক্রি না করে কেজি হিসেবে বিক্রি হচ্ছে। বাজারে এমন নানা অসঙ্গতি প্রতিরোধে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় অপরিপক্ক কলা বিক্রয়ের উদ্দেশ্যে আড়তে সংরক্ষণ ও পাকানোর দায়ে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। তরমুজের আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীদের তরমুজের দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন অসঙ্গতির জন্য সতর্ক করা হয়। অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন। এম আর আহমেদ রংপুর