(নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুলতান গিয়াসউদ্দিন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কলমাকান্দা স্টেডিয়াম মাঠে সকাল ১১.৩০ মিনিটে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। এসময় তিনি স্ত্রী এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম সুলতান গিয়াসউদ্দিন, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার মৃত্যুতে নেত্রকোণা-০১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) সংসদ সদস্য মানু মজুমদার, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক তালুকদার, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মো.সোহেল রানা ও সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি, গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাত ১০ টার দিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যুবরণ করেন।