কুমিল্লা চৌদ্দগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় মাদক চোরাচালান কাজে ব্যাবহাত একটি সিএনজি অটো রিকশাটি থানায় নিয়ে আসা হয়।
শনিবার (১ মে ) জেলার চৌদ্দগ্রাম উপজেলার সামুকসার ও ছফুয়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটককৃত আসামিরা হলেন, মো: আবদুল কাদের (৩৫) উপজেলার জয়মঙ্গলপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও অপর আসামী মো: সজীব (২৩) ছফুয়া এলাকার কালিকাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার চৌকস কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই) শাহিন কাদিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জেলার চৌদ্দগ্রাম উপজেলায় সামুকসার এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয় ও অপর একটি অভিযানে উপজেলার ছফুয়া এলাকার কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে সজিব নামে এক মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাজাসহ আটক করেন ডিবি পুলিশ।
ঘটনা সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) শাহিন কাদির জানান আটককৃত আসামিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এম জি আর এ