কবি- মোঃ অনিক দেওয়ান
গরু দিবো খাসি দিবো
দিবো ঈদে কুরবানি
এই ঈদে সবাই মিলে
যাবো আমরা নানুবাড়ি।
ঈদের দিনে সবার সাথে
যাবো ঈদের নামাজ পড়তে
নামাজ শেষ করে গরু খাসি
জবাই দিবে পাড়া মহল্লাতে।
চাকু চাপাতি থাকবে সবার হাতে
রক্তের বন্যা বয়বে পাড়া মহল্লাতে
লক্ষ্য লক্ষ্য গরু খাসি জবাই দিতে
পাড়া মহল্লায় ঈদের দিনটিতে।
হাসিখুশী আনন্দ করবে
ঈদের দিন সকালে
বাবা মা পরিবার নিয়ে
ঘুরবে সবাই বিকালে।
ঈদের দিনে সবার বাসায়
ঈদের দাওয়াত খেতে যাবে
সেমাই নুডুলস পায়েস
আত্মীয়স্বজনের বাসায় পাবে।
আনন্দিত হোক সবার জীবন
হাসিখুশী থাকবে সবাই
বাইক নিয়ে রাস্তায় বের হলে
ঈদের দিনে সাবধানে চালাই।