একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর ২ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
শনিবার (২৪ জুলাই) এক শোক বার্তায় তিনি বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ এদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার গান সাধারণ মানুষকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে। মহান স্বাধীনতা আন্দোলন ও গণসংগীতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ফকির আলমগীর ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠার মাধ্যমে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক আন্দোলন করে গেছেন আজীবন। বাংলাদেশের গণসঙ্গীত, মুক্তিযুদ্ধ এবং সাংস্কৃতিক আন্দোলনে ফকির আলমগীরের অবদান কোনদিন ভুলে যাওয়ার নয়।
এমপি ফজলে হোসেন বাদশা তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।গণসংগীতশিল্পী ফকির আলমগীর শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।