করোনা প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করে ঢাকায় যাত্রী পরিবহনের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জে একটি মাইক্রোবাস বাজেয়াপ্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার তারালী চৌরাস্তা মোড় এলাকা থেকে মাইক্রোবাসটি আটকের পর সেটি বাজেয়াপ্ত করা হয়।
কালিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত করোনা এক্সপার্ট টিমের সদস্যরা জানান, শ্যামনগর থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। মাইক্রোবাসটি তারালী চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছালে সেখানে টহলে থাকা করোনা এক্সপার্ট টিমের সদস্যরা সেটি তল্লাশি চালিয়ে যাত্রী বহনের বিষয়টি নিশ্চিত হয়। বিধিনিষেধ অমান্য করে যাত্রী বহনের বিষয়টি দায়িত্বরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরকে অবগত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর সরকারি বিধিনিষেধ অমান্য করায় মাইক্রোবাস বাজেয়াপ্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।