শনিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চরফ্যাশন পৌর কসাইপট্টি বাজারে এ ঘটনা ঘটে। চরফ্যাশন পৌর মেয়র মো. গোলাম মোরর্শেদ কিরণ জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ পৌর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও পৌর স্বাস্থ্য সহকারী ইকবাল হোসেনসহ আমরা কসাই পট্টি ইয়াছিনের মুরগির দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় বিভিন্ন খাবার দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৬৫ পিস মরা মুরগিসহ ইয়াছিনকে আটক করা হয়।’
তিনি আরও জানান, মানবিক কারণে ওই ব্যবসায়ীকে পৌর স্বাস্থ্য সহকারী ইকবাল হোসেনের মাধ্যমে মুচলেকা রেখে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করে ছেড়ে দেয়া হয়। আর জব্দকৃত মরা মুরগি মাটিতে পুতে দেয়া হয়।