কঠোর লক ডাউনের দ্বিতীয় দিনে নেত্রকোণার আটপাড়ায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান পাট খোলা রাখা ও মাস্কবিহীন ঘোরাঘরি করায় ১৪ জনকে ১৪ টি মামলায় ৩১,৮০০/- টাকা অর্থদন্ড করা হয়েছে। এর আগে শুক্রবার ২৩ জুলাই) থেকেই কঠোর লক ডাউন বাস্তবায়নে টহল শুরু করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা। আজ কঠোর লক ডাউনের দ্বিতীয় দিনেও তিনি আটপাড়া উপজেলার বিভিন্ন স্থানে টহল করেছেন, । আজ শনিবার (২৪ জুলাই) তিনি আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার, সেতুর বাজার ,মনসুরপু বাজার,ব্রুজের বাজার,শুনই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বিভাগ।আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা বলেন. “করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্ধারিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনসহ গঠিত বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ কঠোর অবস্থানে আছি।সকলকে সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করছি।