যশোর সদর 3 আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ফতেপুর ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদের সদস্য জনাব মেহেদী হাসান মিন্টু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ও ওয়াহিদুজ্জামান বাবলু।
2 নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল হোসেন খান, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ইনসার আলী, ফতেপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা রাকিব উদ্দীন বাবলু, ওমর আলী ,আব্দুল মালেক, সদর উপজেলা যুবলীগের সদস্য মফিজুর রহমান, সদস্য বিএন টিপু সুলতান সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।